মেননের নির্বাচনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মেননের নির্বাচনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের নিয়ন্ত্রণে ও সকল বাহিনীর পৃষ্ঠোপোষকতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনুছ আলী। সঙ্গে রাশেদ খান মেননের শপথ ও প্রজ্ঞাপনের স্থগিতাদেশও চাওয়া হয়েছে।

মঙ্গলবার এই রিট করা হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, আইন সচিব, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার এবং নির্বাচিত এমপি রাশেদ খান মেননকে বিবাদী করা হয়েছে।

একে