মগবাজারের বহুতল ভবনে, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

মগবাজারের বহুতল ভবনে, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

ঢাকা, ১৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : মগবাজারের গ্রীন অস্ট্রাল বহুতল ভবনের নিচতলা এবং ৮ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির নিচ তলায় যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এছাড়া নিচতলায় ইলেকট্রোনিক আকুপাংচার চিকিংসার প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে।

শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে প্রথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৭টি ইউনিট কাজ করছে। তবে এখনো কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(জাস্ট নিউজ/জেআর/১৩০১ঘ.)