রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ধীর গতিতে জাতিসংঘ মহাসচিবের হতাশা

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ধীর গতিতে জাতিসংঘ মহাসচিবের  হতাশা

জাতিসংঘ মহাসচিব গত শুক্রবারের সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ‘অত্যন্ত ধীর গতিতে’ চলছে বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “গত এক বছরে যে অগ্রগতি হওয়ার কথা ছিল তা হয়নি”। 

একজন সাংবাদিক জাতিসংঘ মহাসচিবকে প্রশ্ন করেন, মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সর্বশেষ কবে কথা হয়েছে? সু চিকে তিনি কী বলেছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, সুচির সঙ্গে তাঁর বেশ আগে কথা হয়েছে। তবে তাঁর কথা সব সময় এক। আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টির গুরুত্ব তিনি সু চির কাছে তুলে ধরেছেন। কেবল ভৌত অবকাঠামো পুনর্গঠন নয়, সম্প্রদায়গুলোকে যতটা সম্ভব মিয়ানমার সমাজে পুনরায় একত্রিত হওয়া এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন।