সাগরে বিদেশি ট্রলার আটকের নির্দেশ

সাগরে বিদেশি ট্রলার আটকের নির্দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমার ও ভারতের ট্রলার অবৈধ অনুপ্রবেশ করলে তা আটক করার জন্য নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও অবৈধ মৎস্য আহরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

আশরাফ আলী খান খসরু বলেন, দেশিয় মাছ ধরার ট্রলারে অতিরিক্ত মৎস্য আহরণ ও বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা এখনই মোকাবেলা করতে হবে। কোনোভাবেই যাতে বিদেশি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নজর দিতে হবে।

তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। একে রক্ষায় জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করতে হবে। কারেন্ট জাল উঠিয়ে দিতে হবে। কেউ ব্যবহার করলে তা জব্দ করে আইনের আওতায় আনতে হবে। জাটকা ইলিশ নিধন বন্ধ করতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এমআই