বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি: ২ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি: ২ লাশ উদ্ধার

রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকার বুড়িগঙ্গা নদীতে শুক্রবার রাতে লঞ্চের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে গেছে। এতে নিখোঁজ হন চারজন। তাদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

সদরঘাট নৌ-থানার ওসি আবদুর রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকা চার যাত্রী নিয়ে কেরানীগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। এ সময় এমভি মানিক-৩ নামে একটি লঞ্চ ডিঙি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ডিঙি নৌকাটি ডুবে যায়। নৌকাটি ডুবে গেলে মাঝি সাঁতরিয়ে পাড়ে উঠে পড়ে। তবে নৌকার চার যাত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল রাত সাড়ে ১২টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। নৌকার নিখোঁজ অপর দুই যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।

এমআই