একাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাতের আধারে কী হয়েছে সেটা পর্যবেক্ষণ আমাদের দায়িত্ব না

রাতের আধারে কী হয়েছে সেটা পর্যবেক্ষণ আমাদের দায়িত্ব না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাতের আধারে কী হয়েছে সেটা পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব না বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবেদ আলী।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাতের আধারে কী হয়েছে সেটা পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব না। আমরা সেটা করতেও পারি না, সে অধিকার রাখিও না। বিধায় সকাল সাতটা থেকে ভোট গণনা পর্যন্ত যা দেখেছি আমরা ভালো দেখেছি ও সুষ্ঠু দেখেছি। আমি বলতে পারি যে এই নির্বাচন অংশগ্রহণমূলক ছিল এবং সুষ্ঠু পরিবেশ ছিল শান্তিপূর্ণ ছিল।’

এমআই