‘ভোট ডাকাতির প্রতিবাদে’ ৬ ফেব্রুয়ারি কালোব্যাজ ধারণ ২৪ ফেব্রুয়ারি গণশুনানি

‘ভোট ডাকাতির প্রতিবাদে’ ৬ ফেব্রুয়ারি কালোব্যাজ ধারণ ২৪ ফেব্রুয়ারি গণশুনানি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ এবং ২৪ ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে।

বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামালের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ভোট ডাকাতির পর আয়োজিত চা চক্রে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না’।

এর আগে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের সার্বিক অবস্থা নিয়ে বিকেল চারটায় আলোচনার জন্য বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, রেজা কিবরিয়া প্রমুখ।

এমআই