১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ

১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ

সামরিক সম্পর্ক আরো বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। সৌদি আরবে চিফ অব জয়েন্ট ফোর্সেসের প্রধান ফায়াদ বিন হামিদ আল রুওয়েইলির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চুক্তির অধীনে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্ত এলাকা থেকে মাইন বা স্থলবোমা নিষ্ক্রিয় করবে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষরিত হলে সৌদি আরবে মোতায়েন করা হবে বাংলাদেশী ১৮০০ সেনা সদস্য। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দুই দেশের সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছে যাবে।

খবরে বলা হয়েছে, ফায়াদ বিন হামিদ আল রুওয়েইলি ও মেজর জেনারেল আজিজ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। সৌদি আরবে সামরিক ও বেসামরিক নির্মাণ কাজে সামরিক বাহিনীর প্রকৌশলীদের পাঠানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

মেজর জেনারেল আজিজ বলেছেন, সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে যোগ দেবেন একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সেনাবাহিনীর চার জন কর্মকর্তা।

তিনি বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরালো হবে।

এমজে/