রাঘব বোয়াল নয়, দুদক শুধু দুর্বলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে : হাইকোর্ট

রাঘব বোয়াল নয়, দুদক শুধু দুর্বলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে : হাইকোর্ট

রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে দুর্বলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কোচিং বাণিজ্য নিয়ে রিটের পর্যবেক্ষণে এই মন্তব্য করেন আদালত।

আদালত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিয়ে স্কুলশিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক।

যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা।

দুদক দুর্নীতিবাজ রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

এমজে/