গার্মেন্টস শ্রমিকদের মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

গার্মেন্টস শ্রমিকদের মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

গার্মেন্টস শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের হয়রানি, নির্যাতন বন্ধসহ চাকরিচ্যুতদের পুনর্বহালেরও দাবি জানান তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত শতাধিক কর্মী গ্রেফতার হয়েছে। ৩৪টি মামলায় আসামি করা হয়েছে তিন হাজার ৮৪ জনকে। এছাড়া ১০ হাজার ৬৭৪ জনকে চাকরিচ্যুত এবং অব্যাহতি পত্রে জোরপূর্বক স্বাক্ষর রেখে বের করে দেয়া হয়েছে ৭৯০ জনকে। মজুরি বৃদ্ধির অজুহাতে টার্গেটের নামে চলছে শ্রমিক নির্যাতন। শ্রম অসন্তোষকে পুঁজি করে পোশাক শিল্পের মালিকেরা শ্রমিকদেরকে বিভিন্ন কায়দায় অমানুষিক নির্যাতন করে যাচ্ছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিক নির্যাতন নিপীড়ন বন্ধ না করলে সব গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সদস্য সাফিয়া পারভীন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এমআই