ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেয়া হবে না ও ওই দিনের অপারেশনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদনও করা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদন করেন আইনজীবী তনয় কুমার সাহা।

রিটে স্বরাষ্ট্র সচিব, বিজিবি মহাপরিচালক ও বিজিবির ৫০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বিজিবির গুলিতে তিন জন নিহত হন। চোরাই গুরু উদ্ধার করতে গিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় বিজিবি।

এমজে/