চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি এরদোগানের শোক

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি এরদোগানের শোক

পুরান ঢাকার চকবাজারে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শনিবার ঢাকায় তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

তুর্কি দূতাবাস থেকে জানানো হয়, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ আগুন লাগে। এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে। আগুনে পুড়ে মারা যান ৬৭ জন। আহত হন ৪১ জন। গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ভর্তি করা হয়েছে। ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন এবং ঢাকার সাভারে রানা প্লাজাধসে সহস্রাধিক নিহত হওয়ার পর এটিই দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা।

এমজে/