অমর একুশে বইমেলার সময় বাড়লো দুই দিন

অমর একুশে বইমেলার সময় বাড়লো দুই দিন

লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা ০২ (দুই) দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ০২ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ চলবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান বৃহস্পতিবার মুঠোফোনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরপর কয়েকদিন বৈরী আবহাওয়া ও শেষ দিনে নির্বাচনের কারণে চলাচলে বাধা থাকায় দুইদিন সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন প্রকাশক ও পাঠকরা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার সময়ে দুইদিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার মনিরুল ইসলাম বলেন, এবার শুরুর দিকে বাণিজ্যমেলা চলছিল, ইজতেমা ছিল। সব মিলিয়ে মেলা জমতে সময় লেখেছে। বৈরী আবহাওয়ার জন্য প্রকাশকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল মেলা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সবমিলিয়ে আমরা চাইছিলাম আগামী ছুটির দুইটি দিন মেলা থাকুক। সব দিক বিবেচনায় মেলার সময় বাড়ানোয় আমরা কৃতজ্ঞ।

এমআই

 

এমআই