পার্বত্য এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে : রবাট মিলার

পার্বত্য এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে : রবাট মিলার

পার্বত্য এলাকার গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবাট মিলার। বৃহস্পতিবার রাঙামাটি সফরের দ্বিতীয় দিনে বরকল উপজেলার বেগেনাছড়ি ন-ভাঙ্গা গ্রাম পরিদর্শনকালে গ্রামবাসীদের সামনে এসব প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

এ সময় ইউএসএইডের প্রধান পরিচালক ডেরিক ব্রাউন, রাষ্ট্রদূতের সহধর্মিনী মিশেল অ্যাডেলমেন, ইউএনডিপি কর্মকর্তা প্রসেঞ্জিত চাকমাসহ সংস্থা দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বেগেনাছড়ি গ্রামের অধিবাসীদের সঙ্গে কথা বলেন এবং ইউএসআইডির অর্থায়নে বাস্তবায়িত ওয়ার্টার সাপ্লাই, প্রাকৃতিক বনসহ অন্যান্য আর্থ-সামাজিক প্রকল্প পরিদর্শন করেন।

ইউএসএইডের প্রকল্প অব্যাহত রেখে সেগুলো সম্প্রসারণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। রাষ্ট্রদূতও তাদের আহ্বানে সাড়া দিয়ে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার দেশের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এমজে/