পদ্মা সেতু প্রকল্পের চুরি হওয়া রড ও তেল উদ্ধার

পদ্মা সেতু প্রকল্পের চুরি হওয়া রড ও তেল উদ্ধার

নির্মাণাধীন পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত ২৫ টন রড এবং ৫০০ লিটার চোলাই তেল চোরচক্রের সদস্যদের থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৮টা থেকে মুন্সীগঞ্জে পদ্মাসেতু প্রকল্প এলাকায় চালানো অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) এসব সরঞ্জাম উদ্ধার করে। এসময় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামাদি চোরচক্রের সদস্যদের থেকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ টন রড এবং ৫০০ লিটার চোলাই তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহৃত হতো।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা যাচ্ছে মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এসব চুরির কাজে জড়িত আছে। এখনো অভিযান চলছে। বিচ্ছিন্ন এলাকা জুড়ে কয়েকটি পয়েন্টে অভিযান চালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

এমজে/