সান্ধ্যকালীন কোর্সের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে কোটা আন্দোলনকারীরা

সান্ধ্যকালীন কোর্সের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে কোটা আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের ভিপি প্রার্থী নুরুল হক নূর।

ইশতেহারে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। একইসঙ্গে সান্ধ্যকালীন কোর্সের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন তারা।

এছাড়া খাবারের মান ও আবাসিক হলে সিট বৃদ্ধি, গেস্টরুম নির্যাতন বন্ধ, পরিবহন ও রুটের সংখ্যা বৃদ্ধি, বৃত্তি প্রদান, ডিজিটাল ডাটাবেজ স্থাপনসহ ২৮ দফা তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী নুরুল হক নুরু বলেন, ভোটের দিন অনাবাসিক ভোটাররা যাতে ভোট দিতে না আসে তার জন্য বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা প্রত্যাশা করি প্রশাসন এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে।

সংবাদ সম্মেলনের ভিপি প্রার্থী নুরুল হক নূর ছাড়াও জিএস প্রার্থী রাশেদ খাঁন, এজিএস প্রার্থী ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

এমআই