তিন উপজেলার ভোট স্থগিত

তিন উপজেলার ভোট স্থগিত

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৩ উপজেলার মধ্যে তিনটির ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার বিকালে অনানুষ্ঠানিক বৈঠকে বসে কমিশন। ১০ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটের দুইদিন আগে এ সভায় তিন উপজেলা নির্বাচন স্থগিতের নেয় ইসি।

সভা শেষে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, তিনটা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত হয়েছে। উপজেলা গুলো হলো নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ। বিভিন্ন ধরনের সমস্যার কারণে এসব উপজেলার ভোট স্থগিত হয়েছে। আর লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য প্রথম পর্যায়ে চার বিভাগের ১২ জেলার ৮৩ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।
তিন উপজেলা বাদ পড়ায় ৮০ উপজেলায় ভোট হবে।

এমআই