খুলনায় জেনারেটর বিস্ফোরণে রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড

খুলনায় জেনারেটর বিস্ফোরণে রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড

খুলনা নগরীর দৌলতপুরের মুহসিন মোড়ের অবস্থিত রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবারের এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। গুরুতর আহত হয়েছেন সিকিউরিটি গার্ড হাসিব মোল্লা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার পর জেনারেটর বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে শাখাটিতে সব লেনদেন বন্ধ রয়েছে।

রূপালী ব্যাংক দৌলতপুর শাখার ডিজিএম বিলকিস আরা বলেন, জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাংকের ১৬টি কম্পিউটার, ১১টি এসিসহ, বিদ্যুৎ সংযোগের ব্যাপক ক্ষতি হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপপরিচালক আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর বিস্ফোরিত হয়েই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। দৌলতপুরের ২টি, খালিশপুরের ১টি এবং বয়রার ১টি ইউনিট মিলে ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এমআই