সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও নেয়া হয়নি: রিজভী আহমেদ

সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও নেয়া হয়নি: রিজভী আহমেদ

প্রতিটি জায়গায় দানবদের দায়িত্ব দেয়ার কারণেই এভাবে গাড়ি চাপায় শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার পল্টনে জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সভাপতি আব্দুল আলী মৃধার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও সরকার তা নেয়নি। তাই নৈরাজ্য থামছে না।

রিজভী আহমেদ আরো বলেন, প্রতিটি মানুষ আতঙ্কে ভুগছে। উপেজলা নির্বাচনে জনগণ অংশ নেয়নি। দেশের মানুষ বুঝে গেছে দেশে নির্বাচন বলে কিছু নেই।

বাংলাদেশের গণতন্ত্রের প্রধাননেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খারেদা জিয়াকে জেলে রেখে সরকার ধীরে ধীরে হত্যা করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

এমআই