সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০

সিরাজগঞ্জ মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

বুধবার বিকালে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ঢাকা থেকে হানিফ পরিবহনের জয়পুরহাটগামী একটি বাস এবং কুষ্টিয়া থেকে ঢাকাগামী একই পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌছে একই লেনে ঢুকে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো ২জনের মৃত্যু হয়।

উদ্ধার অভিযানে অংশ নেয়া সার্জেন্ট মাহবুব হোসেন জানান, মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো রাস্তার ডিভাইভার মেনে গাড়ি চালাতে চায় না। কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসের চালক নিয়ম না মেনে একই লেনে ঢুকে পড়ার কারনে এই দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনা কবলিত বাস দুটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে উভয় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৩ জনের লাশ মর্গে রাখা হয়েছে।

এমআই