টিউশন ফি আদায়ে অনিয়ম, শ্যামপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা

টিউশন ফি আদায়ে অনিয়ম, শ্যামপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা

সরকারিকরণের পরও পুরনো নিয়মে টিউশন ফি আদায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজধানীর শ্যামপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টার দিকে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক আটকে বিক্ষোভ শুরু করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের ভাষ্য, তাদের প্রতিষ্ঠান দেড় বছর আগে সরকারিকরণ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবেই আগের টিউশন ফিই আদায় করছে। এই অনিয়মের প্রতিবাদেই তাদের বিক্ষোভ।

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা কেউ মুখ খোলেননি।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমজে/