লেকহেড গ্রামার স্কুলের পরিচালক নিখোঁজ

লেকহেড গ্রামার স্কুলের পরিচালক নিখোঁজ

ঢাকা, ২০ জানুয়ারি (জাস্ট নিউজ) : রাজধানীর গুলশানের লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিন নিখোঁজ। শনিবার বিকাল ৪টায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে থেকে একটি মাইক্রোবাসে তাকে উঠতে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য জায়গায় তাকে খুঁজেও পাওয়া যায়নি।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস সহকারী ইদ্রিস আলী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩৭৮। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকাল ৪টায় স্কুলের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন মতিন। এরপর তিনি তাদের সঙ্গে মাইক্রোবাসে উঠে চলে যান। তার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেকহেড গ্রামার স্কুলের পরিচালকের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

(জাস্ট নিউজ/ওটি/২২৪১ঘ.)