পালিয়ে ভারতে গিয়ে মৃত্যু বাংলাদেশির

পালিয়ে ভারতে গিয়ে মৃত্যু বাংলাদেশির

কলকাতা, ২১ জানুয়ারি (জাস্ট নিউজ) : মালগাড়ির ছাদে চেপে পালিয়ে ভারত গিয়েছিলেন বাংলাদেশি যুবক। মালগাড়িটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া গেদে রেল স্টেশনে থামার পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সেটি তল্লাশি করছিল। এ সময় পালাতে গিয়ে ট্রেনের ওভার হেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।

বিএসএফ ও নদীয় পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে বাংলাদেশ থেকে মালগাড়িটি নদিয়া গেদে রেল স্টেশনে প্রবেশের পর সেটি তল্লাশি চালাচ্ছিল বিএসএফ। এ সময় মালগাড়ির একটি বগির উপরে লুকিয়ে থাকা এক অজ্ঞাত পরিচয় বাংলাদেশি যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। ওভার হেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রানাঘাট জিআরপি'র হাতে ওই যুবকের লাশ তুলে দেয় বিএসএফ।

সূত্রটি আরো জানায়, ট্রেনের বগির উপরে লুকিয়ে ভারতে ঢুকেছিল ওই যুবক। কিন্তু ওভারহেড তার সম্পর্কে কোনো ধারণা না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০১১ঘ.)