কাদিয়ানীবিরোধী সম্মেলনে পঞ্চগড় যাচ্ছেন আল্লামা শফী

কাদিয়ানীবিরোধী সম্মেলনে পঞ্চগড় যাচ্ছেন আল্লামা শফী

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড় স্টেডিয়াম মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসাগুলোর সরকারি বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

সেমাবার বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসা থেকে হেলিকপ্টারযোগে হেফাজত আমির পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়ে স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন।

সূত্র জানায়, ওই সম্মেলনে আল্লামা শফী ছাড়াও এই সম্মেলনে দেশের শীর্ষ উলামায়ে কেরামরা উপস্থিত থাকবেন। তারা হলেন- আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, মাওলানা শুয়াইব ইবরাহীম, মাওলানা ড. আ.স.ম. শোয়াইব আহমদ, মাওলানা ওসমান গণী সালেহী।

ইতিমধ্যে পঞ্চগড় পৌঁছেছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খতমে নবুওয়াত মারকাজের পরিচালক মুফতি শোয়াইব আহমদ, খতমে নবুওয়াত মুভমেন্টের মহাসচিব মাওলানা নাজমুল হক।

এদিকে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় জেলা আয়োজিত সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন জেলা খতমে নবুওয়াত নেতা মাওলানা মাহমুদুল আলম, সেক্রেটারি ক্বারী মোহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মীর মোরশেদ তুহিন, যুবসমাজের সভাপতি হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী, সহসভাপতি ডা. নুরুল আলম, সেক্রেটারি মোহাম্মদ হোসাইন মিলন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ নুরুর ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মুহিবুর রহমান।

প্রসঙ্গত, চলতি বছরের ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড়ে কাদিয়ানীদের তিন দিনব্যাপী ইজতেমার বন্ধ করা না হলে পঞ্চগড় অভিমুখে লংমার্চসহ আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেয়ার হুমকি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এছাড়া কাদিয়ানীদের ইজতেমার আয়োজন ও কার্যক্রম বন্ধে আলটিমেটাম দিয়ে হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেছিল হেফাজতে ইসলাম। এ সময় হেফাজত আমির কাদিয়ানী সম্মেলন বন্ধ না হলে আন্দোলনে নামার হুমকিও দেন।

এমআই