নাফ নদে অস্ত্রের মুখে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি

নাফ নদে অস্ত্রের মুখে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি

অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের নাফ নদ থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

মঙ্গলবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফ নদের মাঝখান থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ওই জেলেরা হলেন- আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের ইঞ্জিনচালিত নৌকার মালিক আমানউল্লাহ বলেন, আমার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে চার জেলে নাফ নদের মাঝখানে মাছ শিকারে যান।

এর কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপির একটি দল স্পিডবোটে এসে জেলেরা তাদের সীমানায় গেছে বলে দাবি করে এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে নিয়ে যান।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, এ ঘটনা শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এমজে/