গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন; যাকে সন্ত্রাসী বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি ইপসাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের সময় র‍্যাব-১ এর দুজন এএসআই আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি টহল দল গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি ইপসাগেট এলাকায় যায়।

এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন সন্ত্রাসী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, এ ঘটনায় র‍্যাব-১ এর এএসআই সানাউল্লাহ ও উজ্জ্বল আহত হয়েছেন। পরে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

এমজে/