শাহজালালে টেক্সি কাউন্টার ইজারার দরপত্র ছিনতাই

শাহজালালে টেক্সি কাউন্টার ইজারার দরপত্র ছিনতাই

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেক্সি কাউন্টার ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগকারীরা হলেন- ‘রফিক এন্টারপ্রাইজে’র মালিক রফিক মোল্লা ও রাজধানীতে রেন্ট-এ-কারের মালিক মোহাম্মদ আলী।

ভুক্তভোগীরা বলেন, বিমানবন্দরের টেক্সি কাউন্টার ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। প্রতি এক বছরের জন্য এই টেক্সি কাউন্টার ইজারা দেওয়া হয়। সেই অনুযায়ী, তারা আজ ট্রেন্ডার জমা দিতে যাওয়ার সময় চার-পাঁচজন লোক তাদের টেন্ডার ছিনতাই করে নিয়ে যায়। পরে দুর্বত্তরা সেগুলো ছিঁড়ে ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করেও কাউকে ধরতে পারেনি।

পরে এ ব্যাপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক অ্যারো এটিএস নুরুল ইসলামের কাছে মৌখিকভাবে অভিযোগ জানান রফিক মোল্লা ও মোহাম্মদ আলী। তবে তিনি তাদের থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন। পরে থানায় যান ভুক্তভোগীরা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘অভিযোগকারীরা থানায় এসেছে। আমরা তাদের অভিযোগ খতিয়ে দেখছি।’

এমআই