হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

ফেরত পাঠালে রোহিঙ্গারা ঝুঁকিতে পড়বে

ফেরত পাঠালে রোহিঙ্গারা ঝুঁকিতে পড়বে

ঢাকা, ২৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো হলে তারা নির্যাতনের শিকার হবে। অনিরাপদ হয়ে পড়বে। ত্রাণ সহায়তায় ঘাতটি দেখা দেবে। তাই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বাংলাদেশের বিলম্বিত করার সিদ্ধান্তের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় পরিকল্পনা স্থগিত করা উচিত। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে এ কথা বলেছে।

এর এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গাদেরকে গণহত্যা, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে।

এখন রোহিঙ্গারা ফিরে গিয়ে যে ক্যাম্পগুলোতে আশ্রয় নেবে, তা প্রহরা দেবে সেই বাহিনী। তাই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো উচিত নয়। প্রত্যাবর্তন পরিকল্পনায় কিছু লুকানো হচ্ছে। তাহলো মিয়ানমার এখনও নিরাপত্তা নিশ্চিত করতে ও টেকসন প্রত্যাবর্তন নিশ্চিত করতে পদক্ষেপ নেয় নি। এরই প্রেক্ষিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন পরিকল্পনা শরণার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। ব্যাংকক থেকে এই বিবৃতি দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/ওটি/১০৪২ঘ.)