কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীসহ ২জন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ও সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাদ্রাসার সামনে এবং রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নারী নিহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলের পেছন চড়ে উসা (১৪) নামে এক স্কুল ছাত্রী তার চাচার সাথে যাওয়ার সময় শেহালা মাদ্রাসার নিকট স্যালো ইজ্ঞিন চালিত অবৈধ ষ্টিয়ারিংকে অভারটে করতে গিয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় স্যালো ইজ্ঞিন চালিত ষ্টিয়ারিং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই উসা মারা যায়। সে মথুরাপুর এলাকার আব্দুল্লাহর মেয়ে। এ ঘটনায় নিহতের চাচা আফিম উদ্দিন (৩২) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। দূর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার এসআই তানভির সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ষ্টিয়ারিং চালক সোহাগ (৩০), হেলপার রুবেল (২৫) ও রাজ্জাক (২৩) কে আটক করে থানায় নিয়েছে। এদের বাড়ি পার্শ্ববতী গাংনী উপজেলার বামুন্দি হোগলবাড়িয়া গ্রামে।

অপরদিকে দৌলতপুরের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিং গাড়ির চাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর-মিরপুর সড়কের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সর্দারের স্ত্রী।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আজ সকালে চুনিয়া মোড় এলাকার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পুকুর খননের মাটি ইটভাটায় স্থানান্তরের সময় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে জহরা খাতুন নামে এক পথচারী ষ্টিয়ারিংয়ের তলে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘটনার পর পরই শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিংয়ের চালক পালিয়ে যায়। অপরদিকে দুপুর দেড়টার দিকে শেহালা মাদ্রাসার নিকট স্যালো ইজ্ঞিন চালিত ষ্টিয়ারিংয়ের চাপায় উসা নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশ গিয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। এসময় ষ্টিয়ারিংয়ের চালক ও দু’জন হেলপারকে আটক করা হয়েছে।

এমজে/