ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকরা।

আজ সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলার আট ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরন, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, আয়োজক সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, প্রবীন সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, নারী নেত্রী রোকসানা খাতুন ও কৃষক শাহ আলম প্রমূখ।

বক্তারা বলেন, কৃষকরা ধারদেনায় জড়িয়ে ধানের আবাদ করে উৎপাদন খরচও তুলতে পারছেন না। সরকারকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করে কৃষকের কান্না থামানোর অনুরোধ জানান তারা।

এমজে/