রাষ্ট্রপতি নির্বাচন ১৮ই ফেব্রুয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ই ফেব্রুয়ারি

ঢাকা, ২৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : আগামী ১৮ই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নুরুল হুদা বলেন, নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ই ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ১০ই ফেব্রুয়ারি। সিইসি বলেন, মনোনয়ন পত্রসহ নির্বাচনের সকল কার্যক্রম পরিচালিত হবে সিইসির দপ্তর থেকে। প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দেবেন।

দুইজন সংসদ সদস্য মারা যাওয়ায় মোট ভোটার এখন ৩৪৮ জন। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের সমর্থক এবং প্রস্তাবক থাকবেন সংসদ সদস্যরা। একই সঙ্গে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বয়স ন্যূনতম ৩৫ হতে হবে।

(জাস্ট নিউজ/ওটি/১৬৪৮ঘ.)