পারসোনার সব কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ, ১৫ লাখ টাকা জরিমানা

পারসোনার সব কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ, ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশানে অবস্থিত পারসোনা বিউটি পার্লারে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নিয়েছিল বিএসটিআই ও র‍্যাব-১। অভিযানটির নেতৃত্বে ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলম।

এর আগে সকালে ধানমন্ডির ২৭ এ অবস্থিত পারসোনা বিউটি পার্লার ও পারসোনা এডামস পার্লারে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গুলসানের অভিযান সম্পর্কে সারোয়ার আলম বলেন, ‘পারসোনা বিউটি পার্লারে যে সকল প্রসাধনী ও মেকআপ ব্যবহার করা হচ্ছে তার প্রায় শতভাগই মেয়াদ উত্তীর্ণ । আট মাস আগে থেকে শুরু করে কয়েক বছর আগের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক পণ্যের। এখানেও অনেক নকল পণ্য পাওয়া গেছে। তাই পারসোনাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঈদের সময় জন্য আমরা পার্লারগুলো বন্ধ করে দিলাম না। তবে ঈদের ১৫ দিন পরে আমরা আবারো অভিযান চালাব। এ সময় একই অনিময় পেলে প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করে দিব।’

এ সময় বনানী এলাকায় সাজাই বিউটি পার্লারেও অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করে র‍্যাব।

এর আগে, ধানমন্ডিতে অবস্থিত পারসোনা বিউটি পার্লার ও পারসোনা এডামস পার্লারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। এ সময় আমদানিকারকের স্টিকার ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি কসমেটিক্স ব্যবহার করায় এই দুই প্রতিষ্ঠানকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারে নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এই দুই পার্লারে অনেক কসমেটিক্স পাওয়া গেছে, যেগুলোর আমদানিকারকের কোনো স্টিকার নেই। আর এই পণ্যগুলো কোন দেশের তৈরি সেটাও দেওয়া নেই। আমদানি করা পণ্যতে আমদানিকারকের কোন স্টিকার নেই। সে কারণেই জরিমানা করেছে। পারসোনা বিউটি পার্লার ও পারসোনা এডামস পার্লারকে ভোক্তার অধিকার ক্ষুণ্ন করায় মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়।’

এমআই