বুহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশে বৃষ্টি থাকবে

বুহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশে বৃষ্টি থাকবে

আজ বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু-কিছু স্থানসহ রংপুর বিভাগের দু’একটি অঞ্চলে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও-কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময়ের মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৭২ ঘন্টার (৩ দিন) আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে সারাদেশেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ বুধবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল নিকলিতে ১৭১ মি.মি.। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বাসস।

এমআই