বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, নতুন মুখ নাঈম

বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, নতুন মুখ নাঈম

ঢাকা, ২৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ডামাডোলের মাঝেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এই দল ঘোষণা করা হয়।

দলে নতুন মুখ নাঈম হাসান। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে এবছর নিউ জিল্যান্ডে বিশ্বকাপ খেলেছেন ১৭ বছর বয়সী অফ স্পিনার। এবার তার জাতীয় দলেও অভিষেক হয়ে যাচ্ছে। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও দ্বিতীয়বারের মতো অধিনায়ক হিসেবে ফিরছেন সাকিব আল হাসান। ২০১১ সালের আগস্টে তার কাছ থেকে অধিনায়কত্ব পাওয়া মুশফিকুর রহিম গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর দায়িত্ব থেকে সরে যান। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব পান সাকিব।

চলমান ত্রিদেশীয় সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও নাঈম হাসান।

(জাস্ট নিউজ/একে/১৯১০ঘ.)