উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ওসি প্রত্যাহার

উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ওসি প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে বরগুনার তালতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়কে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন প্রত্যাহারের এই আদেশ জারি করা হয়।

আগামী ১৮ জুন তালতলী উপজেলা পরিষদের ২য় দফার নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই তালতলী থানার ওসি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষ অবলম্বন করে আওয়ামী লীগ প্রার্থীর নেতা-কর্মীদের প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন বলে অভিযোগ আনা হয়।

২৭ মে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ১১ জুন সন্ধ্যায় ওসি পুলক চন্দ্র রায়কে প্রত্যাহারের নির্দেশ দেন।

সহকারি পুলিশ সুপার (আমতলী, তালতলী সার্কেল) নাজমুল আহসান পুলক চন্দ্র রায়ের প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবারের মধ্যে তালতলী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এমআই