মোবাইলে ১০০ টাকার কথা বললে সরকার পাবে ২৭ টাকা

মোবাইলে ১০০ টাকার কথা বললে সরকার পাবে ২৭ টাকা

মোবাইল ফোনে ১০০ টাকা কথা বললে সরকার পাবে ২৭ টাকা। এখন সরকার নিয়ে যায় ২২ টাকা। ফলে গ্রাহক যত বেশি কথা বলবে তত বেশি কর পাবে সরকার। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করের সঙ্গে ‘বাড়তি’ ৫ শতাংশ যোগ হচ্ছে। বাড়তি করহার পাস হলে মোবাইল সেবায় মোট করহার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরও বেড়ে যাবে।

এমজে/