বাজেটে ইসির জন্য ১৯২০ কোটি টাকা

বাজেটে ইসির জন্য ১৯২০ কোটি টাকা

নতুন বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য এক হাজার ৯২০ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এরমধ্যে সাংবিধানিক সংস্থাটির জন্য পরিচালন খাতে ৭৭৯ কোটি ৪৭ লাখ টাকা ও উন্নয়ন খাতে ১১৪১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেন।

২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে ইসির অন্তত ১১টি খাতে কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে ছবিসহ ভোটার তালিকা, সংসদের উপনির্বাচন, স্থানীয় সরকারের সাধারণ ও উপনির্বাচন, স্মার্ট কার্ড প্রদান, দুই বছর মেয়াদি পেপার লেমিনেটেড পরিচয়পত্র, ইভিএম প্রকল্পের আওতায় ৮২০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয়, দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, শূন্য থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের নিবন্ধন ও এনআইডি প্রদান, এনআইডি তথ্য যাচাই এবং ইসির উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থাপনার উন্নয়ন।

একাদশ সংসদ নির্বাচন থাকায় গত অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ইসির সংশোধিত বাজেট ছিল ৪৩৪৩ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকা ।

২০১৮-২০১৯ অর্থবছরে ইসির বাজেট বরাদ্দ কম থাকলেও ইভিএম কেনা ও ভোটের পরে সংশোধিত বাজেটের পরিধি বেড়ে যায়।

২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্যে ৯৫৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ৮০১ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দ ছিল।

এমআই