‘কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের পরিপন্থী’

‘কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের পরিপন্থী’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নির্বাচনী ইশতেহারের পরিপন্থী।এ বাজেট নিয়মিত করদাতাদের নিরুৎসাহিত করবে।

'সিপিডি বাজেট সংলাপ ২০১৯' শীর্ষক আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। আজ রবিবার রাজধানীর লেকশোর হোটেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডা. ফাহমিদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

সিপিডির চেয়ারম্যান বলেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি কোন সরকারই নির্বাচিত হওয়ার পর নির্বাচনী ইশতেহারকে গুরুত্ব দেয়নি। এবারের বাজেটেও সেটাই হয়েছে।

এমজে/