রিফাত হত্যা: আটক ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রিফাত হত্যা: আটক ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরগুনায় শত শত লোকের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশালে আটক ৪ যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। তারা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এমভি মানামী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওয়না দিয়েছিল। এসময় লঞ্চ থেকে তাদের আটক করা হয়। তবে রিফাত হত্যায় আটক এসব যুবক জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ। বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, আটককৃতদের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তারা সবাই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের এক বন্ধুকে ঢাকায় যাওয়ার পথে এগিয়ে দিতে লঞ্চঘাটে এসেছিলেন।

ওসি আরো বলেন, চার যুবককে আটকের পর তাদের গ্রামের বাড়িতে বরগুনা পুলিশের সহায়তায় খোঁজ নিয়ে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের পরিবারকে থানায় ডাকা হয়েছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর দফতর) হাবিবুর রহমান খান বলেন, এদের আটকের পর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজে চেহারার সঙ্গে তাদের চেহারা বারবার মিলিয়ে দেখা হয়।

এছাড়াও বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফ উপস্থিত থেকে তাদের যাচাই-বাছাই করেন। তাদের সম্পৃক্ততা না পাওয়ায় ভোর রাতের দিকে ছেড়ে দেয়া হয়।

এমআই