বান্দরবানে পাহাড় ধসে নিহত ২, আহত ২

বান্দরবানে পাহাড় ধসে নিহত ২, আহত ২

বান্দরবানে পাহাড় ধসে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পানিতে ভেসে মৃত্যু হয়েছে একজনের।

আজ রবিবার ভোর রাতে লামা উপজেলার মধু ঝিরি এলাকায় পাহাড় ধসে নুরজাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নূরজাহান বেগমের ছেলে মোহাম্মদ ইরান ও তার স্ত্রী ফাতেমা বেগম।

লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, রাত একটার দিকে পৌরসভার মধু ঝিরি এলাকায় নুরজাহান বেগমের ঘরের উপর পাহাড় ধসে পড়লে তার মৃত্যু হয়। মাটিচাপা পড়ে আহত হয় পরিবারের দুই সদস্য।

পৌর মেয়র জানিয়েছেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লামা পৌর এলাকার ৬০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সাতটি আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে। সড়কে পানি ওঠায় চকরিয়া লামার সাথে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, পাহাড় ধসে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পোড়া পাড়া এলাকায় মেন পং ম্রো (২৫) নামের একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বাগানে কাজ করতে গিয়ে মেন পংয়ের উপর পাহাড়ের মাটি ধসে পড়ে।

এদিকে, বান্দরবানের মন জয় পাড়া এলাকায় পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যাওয়া অং সিং নু (৩৫) মারমার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পাড়ার কাছের পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে সে স্রোতে ভেসে যান।

এমজে/