তেজগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ আহত ৪

তেজগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ আহত ৪

রাজধানীর তেজগাঁওয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে তেজগাঁও থানার অপর পাশে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন স্টোরের (জেডিপিসি) সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশাচালক ইউনুস মিয়া (৫০), যাত্রী বিথী (২৬), মারুফ (১২) ও ইয়াসিন (৩০)। এদের মধ্যে চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় অর্থপেডিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসুদ কুমার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনকে (মারুফ ও ইয়াসিন) নিউরোসাইন্সে পাঠানো হয়েছে। তবে বিথীর ডান পায়ের হাঁটুর নিচ থেকে অবস্থা খুবই খারাপ।

তিনি গর্ভবতী হওয়ায় এক্সরে করা যাচ্ছে না। আপাতত রক্ত দেয়া হচ্ছে। বুধবার জাতীয় হৃদরোগ হাসপাতালে পাঠানো হবে। তাদের রিপোর্ট অনুযায়ী পা রাখা না রাখা সিদ্ধান্ত নেয়া হবে।

প্রাইভেটকারচালক সাব্বির আহমেদ বলেন, কিছু বুজে ওঠার আগেই প্রচণ্ড জোরে ট্রাস্টের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেটকার ও অটোরিকশায়। অটোরিকশাটি হালকা থাকায় সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং চারজন গুরুতর আহত হন।

তেজগাঁও থানায় এসআই কামরুল ইসলাম জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশাচালক ও এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

এমজে/