ধর্মীয় অনুভূতিতে আঘাত: ইসকনের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত: ইসকনের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) চেয়ারম্যান শ্রীমৎ ভবিচারু স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছেন হাবিবুর রহমান নামের এক শিক্ষক।

বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে ধরিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান মিসবাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলায় ইসকনের সেক্রেটারি চারুচন্দ্র দাস চারী, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শ্রী পাদ লিলারাজ গৌরদাস ব্রহ্মচারী (চট্টগ্রাম শ্রীকৃষ্ণ মন্দির), শ্রী পাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, পাণ্ডপ গোবিন্দ দাস ব্রহ্মচারী, রমেশ্বর পরমাত্মা দাস, দারু ব্রহ্ম জগন্নাথ দাসকে আসামি করা হয়েছে।

এমআই