এক সপ্তাহের মধ্যে ডেঙ্গুর কার্যকর ওষুধ আনতে হাইকোর্টের নির্দেশ

এক সপ্তাহের মধ্যে ডেঙ্গুর কার্যকর ওষুধ আনতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, সারা দেশের মানুষ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত। ঘরে ঘরে মানুষ আক্রান্ত। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনবেন। কীভাবে আনবেন, সেই প্রক্রিয়া কি সেটা বলুন।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব মন্তব্য করেন।

আদালত বলেন, ঘরে ঘরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। অনেক হাসপাতালে যায় না। সবাই হাসপাতালে গেলে এই সংখ্যা বেশি হতো।

আদালতের নির্দেশের আজ নির্ধারিত দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্যকর্মকর্তারা হাজির হওয়ার পর এ বিষয়ে শুনানি হয়।

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আজ সকাল ১১টার দিকে আদালতে হাজির হওয়ার জন্য গত ২২ জুলাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের ডাকা হয়েছিল। সে আদেশ অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্যকর্মকর্তারা হাইকোর্টে হাজির হন। আদালত তাদের বক্তব্য শোনেন। পরে বেলা পৌনে ১২টার দিকে আদালত মৌখিকভাবে এ আদেশ দেন।

শুনানিতে দুই উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো: মোমিনুর রহমান মামুন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ডেঙ্গু-চিকুনগুনিয়া ছড়াচ্ছে। আফ্রিকার মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। তবে আমরা ওষুধ এনেছি। তবে তা কার্যকর হচ্ছে না।

আদালত বলেন, ঘরে ঘরে মানুষ আতঙ্কিত, আপনারা যখন দেখলেন ওষুধ কাজ করছে না তখন আপনারা নতুন কোনো পদক্ষেপ নেননি কেনো? দ্রুত কিভাবে ওষুধ আনা যায় তার ব্যবস্থা নিয়ে দুপুর দুইটার মধ্যে আমাদেরকে জানান।

এর আগে মশাবাহিত রোগ ছড়ানো বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

এমজে/