পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পাবনা, ৩১ জানুয়ারি (জাস্ট নিউজ) : পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা জুলহাস বাহিনীর প্রধান জুলহাস মণ্ডল নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমিনপুরের ঢালারচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জুলহাস মণ্ডল উপজেলার সাংদড়িরচর মণ্ডলপাড়া এলাকার মো. জসিম মণ্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে দুটি দেশি পাইপগান, একটি দেশি পিস্তল, দুটি রাম দাসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ও চরমপন্থী নেতা জুলহাস মণ্ডলকে গ্রেফতার করা হয়। এর পর গভীর রাতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে জুলহাসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় জুলহাস গুলিবিদ্ধ হন। জুলহাসকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত জুলহাস মণ্ডল চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ও জুলহাস বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে আমিনপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

(জাস্ট নিউজ/ওটি/০৯৫৮ঘ.)