ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

অতিরিক্ত সচিবের জন্য অপেক্ষা করতে গিয়ে দেরিতে ফেরি ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা আহত স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুই সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গণমাধ্যমে ওই অতিরিক্ত সচিবকে নৌপরিবহন মন্ত্রণালয়ে কর্মরত বলা হলেও এ নামে এই মন্ত্রণালয়ে কোনো অতিরিক্ত সচিব নেই।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে।

কমিটির আরেক সদস্য হলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এমআই