ডেঙ্গুতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে শিশুর মৃত্যু

ডেঙ্গুতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে শিশুর মৃত্যু

ডেঙ্গুতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে মারা গেছে এক শিশু। বুধবার রাতে সৌরভ নামে ১০ বছরের ওই শিশুর মৃত্যু হয়।

অনেক রোগীই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হলেও ভর্তি হচ্ছেন নিজ এলাকার হাসপাতালে। তবে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শনাক্তকরণ সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় দেখা দিয়েছে জটিলতা।

ডেঙ্গু পরীক্ষার কিট ও সরকারি মূল্যে পরীক্ষার রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে, ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর।

এডিস মশা মারার নতুন ওষুধ কিনতে, সরকারের কাছে আবেদন করার কথা হাইকোর্টে জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে ৪টি ওষুধ ঠিক করা হয়েছে। বিশেষ বিমানে আজই আসছে ওষুধের নমুনা।

এমজে/