তিন তালাক বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট

তিন তালাক বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট

তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করে আনা বিলে সম্মতি দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়ার পর প্রেসিডেন্টের সম্মতি দেয়ার ফলে এ বিলটি এখন আইনে পরিণত হলো। সরকারি এক নোটিফিকেশনে এ কথা বলা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, পার্লামেন্টে পাস করা বিলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট। মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন এই আইন ‘দ্য মুসলিম ওমেন (প্রটেকশন অব রাইটস অন ম্যারিজ) অ্যাক্ট, ২০১৯’ হিসেবে পরিচিত হবে। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাৎক্ষণিকভাবে তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

এ আইনের অধীনে মুখে মুখে, এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইলেকট্রনিক অন্য মাধ্যমে তিনবার তালাক উচ্চারণের মধ্য দিয়ে বিবাহ বিচ্ছেদকে অবৈধ বলা হয়েছে।

এর পর মুসলিম সম্প্রদায়ের কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে তালাক প্রথার আশ্রয় নেন তাহলে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা রয়েছে এই আইনে। এর মধ্যে তাকে জেল দেয়ার কথা বলা হয়েছে। এই জেল হতে পারে তিন বছর পর্যন্ত। পাশাপাশি তার জরিমানাও হতে পারে।