২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬৮৭ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬৮৭ ডেঙ্গু রোগী

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে সর্বশেষ পাওয়া তথ্যে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে বা যারা ঢাকা ছাড়তে চান তাদের রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা।