ঈদযাত্রায় দূরপাল্লার বাসে মশা নিধন ওষুধ স্প্রে করার নির্দেশ

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে মশা নিধন ওষুধ স্প্রে করার নির্দেশ

মফস্বল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ঈদে দূরপাল্লার বাস ছেড়ে যাবার আগে মশা নিধন ওষুধ স্প্রে করার নির্দেশ দিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
সেই সঙ্গে স্ব স্ব বাস টার্মিনাল পরিষ্কার রাখতে পরিবহন মালিক শ্রমিকের যৌথ উদ্যোগে ফগার মেশিন ক্রয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার এই নির্দেশনা দেন খন্দকার এনায়েত উল্ল্যাহ। এছাড়াও ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং ফিটনেসবিহীন বাস রাস্তায় না নামানোর কথাও বলেন তিনি।

রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনেকের। ঢাকার বাইরের জেলাগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকার বাইরে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় গেছেন। তাই ঢাকার বাইরে এর বিস্তার রোধে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবেই দূরপাল্লার বাসে মশা নিধন ওষুধ স্প্রে’র সিদ্ধান্ত পরিবহন মালিক সমিতির।

এমআই