খালেদা জিয়াকে মুক্ত করতে হলে নেতা-কর্মীদের মাঠে নামতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে নেতা-কর্মীদের মাঠে নামতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

দল আন্দোলনের ডাক না দিলেও কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নেতা-কর্মীদের স্বেচ্ছায় মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘ডেঙ্গুর ভয়াবহতা: জন আতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনারা প্রেসক্লাব ভাড়া করে প্রোগ্রাম করেন- এসব করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। সুতরাং আপনারা নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনের প্রস্তুতি নেন। নিশ্চয়ই দল আপনাদের ডাক দেবে। আর যদি ডাক নাও দেয়, তাহলে আমাদের স্বেচ্ছায় মাঠে নামতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আজ হোক কাল হোক সরকার পতনের আন্দোলন ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তাকে ছাড়বে না। আর আমরা বেগম জিয়াকে বের করতে চাই। আমরা তাকে মুক্ত করতে চাই কিনা সে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।’

শান্তিপূর্ণ আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির মতো একটা দল যে আন্দোলন করার যোগ্যতা রাখে, সেই আন্দোলন না করলে খালেদা জিয়া মুক্তি পাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটা তারা গ্রহণ করেনি। সরকার সঠিকভাবে ব্যবস্থা নিলে আজকে ডেঙ্গুর এই অবস্থা হতো না।

আয়োজক সংগঠনের সহসভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এমআই